১৯ বছর পর বিচার পেলো ধর্ষিতার পরিবার
প্রকাশ | ১৭ মে ২০১৮, ১৬:৪৮
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ করার ১৯ বছর পর ৩ ধর্ষককে যাবজ্জীবনের রায় দিলেন আদালত।
১৭ মে (বৃহস্পতিবার) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া। এরা প্রত্যেককেই টাঙ্গাইল কারাগারে রয়েছেন।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি নাসিমুল আক্তার জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামে ঐ গৃহবধূকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে আসামিরা। ঐ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে আসামি ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। দীর্ঘ দিন মামলা চলার পর বৃহস্পতিবার দুপুরে আদালতে এ রায় দেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর দণ্ডিত তিনজনকেই টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেয়া হয়।