রাজধানীতে জেএমবির ২ নারী সদস্য আটক

প্রকাশ | ১৭ মে ২০১৮, ১৬:১২

অনলাইন ডেস্ক

রাজধানীর আরামবাগ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই নারী সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটকরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শ্রীপুরের নাঈমা আক্তার ওরফে হিমালয়ের কন্যা (২৫) এবং একই জেলার হামিদ উদ্দিন রোডের রুবাইয়া বিনতে নুর উদ্দিন ওরফে হুরের রাণী ওরফে লাবিবা (২০)।

১৭ মে (বৃহস্পতিবার) দুপুরে নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আশিক বিল্লাহ।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আশিক বিল্লাহ জানান, গত ১৬ মে (বুধবার) রাত ১০টায় রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দুই নারী সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জা