বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তঃসত্ত্বার মৃত্যু
প্রকাশ | ১৬ মে ২০১৮, ১৮:২৭ | আপডেট: ১৬ মে ২০১৮, ১৮:২৯
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন আক্তার পুষ্প (২১) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। ১৬ মে (বুধবার) সকাল ১০টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোডে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিরিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। বর্তমানে স্বামী সুজন মিয়ার সঙ্গে কুড়িল বিশ্বরোড ১২৬ নম্বর টিনসেড বাসায় ভাড়া থাকতো।
নিহতের স্বামী গাড়িচালক সুজন মিয়া জানান, সকাল গোছল করার পর বাড়ির সামনে টাঙানো জিআই তারের মধ্যে জামা কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় পুষ্পা। সঙ্গে সঙ্গে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ১১টায় মৃত ঘোষণা করেন।
স্বামী সুজন জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী পুষ্পা।
ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) আলী হাসান জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থেকে পুষ্পার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।