জনগণের আস্থা অর্জনে সচেষ্ট হওয়ার আহবান

প্রকাশ | ১৬ মে ২০১৮, ১৩:১৩

অনলাইন ডেস্ক

বিপদে জনগণের পাশে থেকে সেবা ও মানবিক আচরণের মাধ্যমে তাদের আস্থা অর্জনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৬ মে (বুধবার) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবীস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সমাজের নারী, শিশু ও প্রবীণদের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি বিশ্বব্যাপী অপরাধের ধরন দ্রুত পাল্টে যাচ্ছে। বিশেষ করে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে দক্ষ হতে হবে।

অনুষ্ঠানে  প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত্ব অর্জন করায় নির্বাচিত সহকারী পুলিশ সুপারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি এবং অন্যান্য ঊর্ধ্বতন বেসামরিক, সামরিক এবং পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত আছেন

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ি, অনুষ্ঠান শেষে বিকেলেই রাজশাহী থেকে ঢাকায় ফিরবেন তিনি।