সাতকানিয়ায় পদদলিত হয়ে নিহতের ঘটনায় মামলা

প্রকাশ | ১৫ মে ২০১৮, ১৩:২৪

অনলাইন ডেস্ক

চটগ্রামের সাতকানিয়ায় যাকাত ও ইফতার সামগ্রী সংগ্রহের সময় পদদলিত হয়ে ৯ নারী-শিশু নিহতের ঘটনায় মামলা হয়েছে। 

১৫ মে (মঙ্গলবার) সকালে কবির স্টিল রিরোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানকে প্রধান আসামি করে মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মোহাম্মদ ইসলাম ঐ ঘটনায় নিহত হাসিনা আক্তারের স্বামী।

সাতকানিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলায় প্রধান আসামি কেএসআরএমের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান এবং ব্যবস্থাপনার সাথে জড়িত অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। অবহেলায় মৃত্যুর কারণ দেখিয়ে দণ্ডবিধি ৩০৪ (ক) ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এদিকে, পদদলিত হয়ে নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, ১৪ মে (সোমবার) সকাল দশটার দিকে সকাল সাড়ে ১০টার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের কাঠিয়াডাঙ্গা গ্রামে যাকাতের কাপড় ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ নারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। আহতদের প্রায় সবাই নারী।