ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ নারী নিহত
প্রকাশ | ১৪ মে ২০১৮, ১৪:৫৩
চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাতের কাপড় ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। আহতদের প্রায় সবাই নারী।
১৪ মে (সোমবার) সকাল দশটার দিকে সকাল সাড়ে ১০টার উপজেলা নলুয়া ইউনিয়নের কাঠিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানউজ্জামান মোল্লা বলেন: ‘পূর্ব ঘোষণা অনুযায়ী ইফতার সামগ্রী ও যাকাতের কাপড় নিতেরবিবার রাত থেকেই ঘটনাস্থলে জড়ো হতে থাকে প্রায় ২০ থেকে ২৫ হাজার লোক। সোমবার সকাল হতে হতে লোক সংখ্যা বাড়ির সীমানা প্রাচীরের ভেতর থেকে বাইরে ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে করে সীমানা প্রাচীরের ভেতরে অত্যন্ত স্বল্প স্থানে অধিক লোকের চাপ পড়ে। মূলত অব্যবস্থাপনার কারণেই এ কারণেই এ ঘটনা ঘটেছে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে সেখানে অবস্থানরত মেডিকেল টিম।