সুনামগঞ্জে ভোট না দেয়ায় হিন্দু পরিবারে হামলা

প্রকাশ : ২২ মে ২০১৬, ১৯:২৯

জাগরণীয়া ডেস্ক

ইউপি নির্বাচনে ভোট না দেয়ায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামে একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের উপরে হামলা করে ৭ নারীকে আহত করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।

গত রবিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় নেহার উদ্দিন, আব্দুল আউয়াল ও শিবলুর নেতৃত্বে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে ।

আক্রান্তরা জানান, হামলার ব্যাপারটা আঁচ করতে পেরে পুরুষরা আগেই ভয়ে বাড়ির বাইরে অবস্থান করছিল। তারা ভেবেছিল নারীদেরর উপর হামলা করবে না। কিন্তু হামলাকরীরা সামনে যাকে পেয়েছে তাদেরকেই মেরেছে। আহতদের মধ্যে ৭ জনই হিন্দু নারী। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

গত রবিবার এই ঘটনায় তারা সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন এবং এ আলোকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গত সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এসময় তাঁরা সংখ্যালঘু পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেন এবং হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ সংখ্যালঘু পরিবারের পাশে থেকে তাদের সহযোগিতার আশ্বাস দেন। 

কিন্তু আশ্বাস সত্ত্বেও এখনো ভয় এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারগুলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত