রামেক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির ‘গণঅভিযোগ’

প্রকাশ | ২৭ জুলাই ২০১৬, ২০:৫১

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মোজাম্মেল হক বাদল নামের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির ‘গণঅভিযোগ’ উঠেছে। অভিযোগের কারণে মোজাম্মেল হক বাদল নামের ওই চিকিৎসককে অন্যত্রে শাস্তিমূলক বদলির সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মোজাম্মেল হক বাদলের বদলির সিদ্ধান্ত বুধবার (২৭ জুলাই) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানা যায়, মোজাম্মেল হক বাদল হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের অনারারি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ বিভাগে যেকোনো নারী ইন্টার্ন চিকিৎসক গেলে তাকে নানাভাবে যৌন হয়রানি করেন তিনি। বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করা নারী ইন্টার্ন চিকিৎসকদেরও তিনি অশ্লীল কথাবার্তা বলেন। কিন্তু লোকলজ্জায় কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতেন না।

সবশেষে বুধবার (২৭ জুলাই) হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে দায়িত্বে থাকা এক নারী ইন্টার্ন চিকিৎসককে ডা. বাদল যৌন হয়রানি করলে ওই নারী ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ড ইনচার্জের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এরপর ওয়ার্ড ইনচার্জ বিষয়টি হাসপাতালের পরিচালককে জানালে, ডা. বাদল ওই নারী ইন্টার্নকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

সূত্র আরও জানায়, বিষয়টি হাসপাতালের অন্যান্য ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে জানাজানি হলে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। এ সময় আরও ১৩ জন ভুক্তভোগী নারী ইন্টার্ন চিকিৎসক হাসপাতাল পরিচালকের কাছে ওই চিকিৎসকের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেন। এরপরই হাসপাতালে জরুরী সভা ডাকা হয়। 

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, ব্যবস্থাও নিয়েছি। ডা. মোজাম্মেল হক বাদলকে শাস্তিমূলক বদলি করা হচ্ছে। আজকের মধ্যেই (বুধবার) এ সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে।

তিনি জানান, হাসপাতালের পরিচালনা পর্ষদ, সব বিভাগের বিভাগীয় প্রধান ও প্রফেসরদের নিয়ে সভা করে বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে ডা. মোজাম্মেল হক বাদলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।