জেন্ডার বাজেট বাস্তবায়নে মনিটরিং সেল গঠন করা হবে
প্রকাশ | ০৮ মে ২০১৮, ২১:৩৮
জেন্ডার বাজেট বাস্তবায়নে জিও এনজিও এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে মনিটরং সেল গঠন করা হবে- বললেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
৮ মে (মঙ্গলবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জেন্ডার সংবেদনশীল বাজেট ব্যবস্থা’ শীর্ষক এক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, জেন্ডারকে মেইন স্ট্রিমিং করার জন্য সরকারের নানামুখী উদ্যোগ থাকা সত্ত্বেও কর্মকর্তাদের দক্ষতার অভাবে জেন্ডার বাজেট বাস্তবায়নে সমস্যা হচ্ছে। কর্মকর্তাদের আরও দক্ষ হতে প্রশিক্ষণের ব্যাপারে জোরারোপ করেন তিনি। বর্তমানে ৪৩ মন্ত্রণালয়ের বাজেট জেন্ডার সংবেদনশীল করা হয়েছে। সরকার জাতীয় বাজেটকে শতভাগ জেন্ডার সংবেদনশীল করতে কাজ করছে বলে জানান তিনি।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরা, ইউএন উইমেন-এর বাংলাদেশ প্রতিনিধি শোকে ইশিকাওয়াসহ সরকারি-বেসরকারি এবং দাতা সংস্থার বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদা শারমিন বেনু এতে সভাপতিত্ব করেন।