অন্তর্বাসে প্রায় ২০ হাজার ইয়াবা, আটক ৩
প্রকাশ | ০৭ মে ২০১৮, ১৩:০৬
কক্সবাজারের টেকনাফে দুই নারীর অন্তর্বাস থেকে ১৯ হাজার ৮৬৫ টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় পাচারের দায়ে দুই নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-উখিয়া উপজেলার বালুখালি গ্রামের সৈয়দ হোসেনের ছেলে সিএনজি চালক মো. হাফিজ উল্লাহ (২৮), টেকনাফ উপজেলার শিলবনিয়াপাড়া গ্রামের মৃত আবুল বশারের স্ত্রী রশিদা বেগম (৪৫) ও সাফায়াত উল্লাহ’র স্ত্রী রোজিনা (২৫)।
৬ মে (রবিবার) বিকেল ৪ টায় শীলখালির মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ইয়াবা উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়। এসময় পাচারের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শীলখালির মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসানো হয়। বিকেলে টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি কক্সবাজার-ছ-১১-১৩৫৩ নম্বরের সিএনজিটিতে তল্লাসি চালালে ঐ দুই নারীর অর্ন্তবাসের ভেতরে বিশেষ ব্যবস্থায় ফিটিং অবস্থায় ইয়াবা ভর্তি প্যাকেট পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় পাঠানো হয়েছে।