রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

প্রকাশ | ০৪ মে ২০১৮, ১৫:২৩

অনলাইন ডেস্ক

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি)।

৪ মে (শুক্রবার) দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা।

এসময় প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করা হবে। 

এর আগে শুক্রবার সকাল ৯টায় কক্সবাজার পৌঁছায় ৭০ জনের একটি প্রতিনিধিদল। বেলা ১১টায় উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শনে যান প্রতিনিধিদলের সদস্যরা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরের পরপরই এবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এলেন ওআইসির প্রতিনিধিরা।

আগামি ৫ মে (শনিবার) থেকে শুরু হচ্ছে  ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। ৪০ মন্ত্রী ও সহকারী মন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ আগামী এক বছর ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স’র (সিএফএম) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।