অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু হচ্ছে
প্রকাশ | ০৪ মে ২০১৮, ১৪:৪৭
রোজার মাসে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
৬ মে (রবিবার) থেকে আবাসিক বাসা-বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন, তাদের সংযোগ কেটে দেওয়া হবে।
গত ৩ মে (বৃহস্পতিবার) বিদ্যুৎ ভবনে গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রোজার মাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবৈধ সংযোগের কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রসঙ্গত, রাজধানীর অভিজাত চার আবাসিক এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ও অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ আগামী ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে ২০১৭ সালের ৫ জুলাই নির্দেশ দেয় হাইকোর্ট। আগামি ৫ মে হাইকোর্টের বেঁধে দেয়া সময়সীমা শেষ হচ্ছে। এরপরই ৬ মে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করবে বিদ্যুৎ বিভাগ। ইতিমধ্যে ডেসকো-কে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।