বিশেষ ব্যবস্থায় কোটা সংরক্ষণের দাবি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের
প্রকাশ | ০৪ মে ২০১৮, ১৪:২৯
চাকরি ও শিক্ষাক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় কোটা সংরক্ষণের দাবি জানিয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়।
৪ মে (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান হয়।
মানববন্ধনে নেতারা বলেন,সরকারি চাকরিতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সমতা বিধানের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। যদিও প্রায় ক্ষেত্রেই এই নিয়ম পালন করা হয়নি।তারপরও এই কোটা সংরক্ষণের ফলে কিছু সংখ্যক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন সরকারি চাকরিতে নিয়োগ পেয়ে জাতির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখছে।
এখন কোটা ব্যবস্থা বন্ধ হয়ে গেলে এই জনগোষ্ঠীর সরকারি চাকরি পাওয়া প্রায় অসম্ভব পড়বে এবং অগ্রগতি থমকে যাবে।
আয়োজকরা আরও বলেন, কোটা ব্যবস্থা বিলোপের সময় প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থায় চাকরির আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই যৌক্তিক, সুবিবেচিত ও সময়োপযোগী সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।