ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি
প্রকাশ | ০৪ মে ২০১৮, ১২:৩০
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন সংশোধন করার দাবি জানিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন।
৪ মে (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানবন্ধন থেকে এ দাবি উত্থাপন করেন সংগঠনের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ, হত্যা ও সকল ধরণের অমানবিকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। বর্তমানে ৬০ বছরের বৃদ্ধা থেকে শুরু করে ২ মাসের শিশু কেউই নিরাপদ নয়। রাস্তার বখাটে থেকে বাস ড্রাইভার সকলের দ্বারাই ধর্ষণে শিকার হচ্ছেন আমাদের মা-বোন-শিশুরা। আমরা এ ধরণের নির্যাতন ও নিপীড়নের অবসান চাই।
এসব আয়োজকরা আরও বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। যার মধ্যে রয়েছে-বিয়ে, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যেমে ধর্ষণের কোনোরূপ বৈধতা দেয়া যাবে না। ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মামলাগুলো বিশেষ ট্রাইবুনাল করে দ্রুত বিচারের আওতায় আনাতে হবে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও অঙ্গহানির ক্ষেত্রে জেল-জরিমানাসহ সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।