তাসফিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
প্রকাশ | ০৩ মে ২০১৮, ১৯:১০
সানশাইন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।
৩ মে (বৃহস্পতিবার) দুপুরে সানশাইন স্কুলের সামনে ‘মহানগরের বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সানশাইন স্কুলের অধ্যক্ষ অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড বন্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা চাই তাসফিয়ার ঘটনাই যেন বাংলাদেশের ইতিহাসে শেষ ঘটনা হয়।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে একটি বড় সময় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাসা-বাড়িতে থাকে। তাই শিক্ষার্থীদের ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তাদের কাউন্সেলিং করতে হবে।
স্কুলছাত্রী তাসফিয়া আমিন (১৬) হত্যাকাণ্ডের ঘটনায় আটক আদনান মির্জাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ মে) দুপুরের দিকে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় এ মামলায় দায়ের করেন।
উল্লেখ্য, ২ মে (বুধবার) সকালে নগরীর পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাটে কর্ণফুলী নদীর তীরে এক তরুণীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় মরদেহটি উদ্ধার করে। পরে লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি তাসফিয়া আমিনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার রাতে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করে। আটক আদনান মির্জা বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে।
৩ মে (বৃহস্পতিবার) তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে নগরীর পতেঙ্গা থানায় তাসফিয়া নিহতের ঘটনায় আটক আদনান মির্জাকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।