কল্যাণপুরে নিহত দুই জঙ্গির পরিচয় মিলেছে

প্রকাশ | ২৭ জুলাই ২০১৬, ১৫:২৭ | আপডেট: ২৭ জুলাই ২০১৬, ১৬:০৮

অনলাইন ডেস্ক

রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে পরিচিত ‘তাজ মঞ্জিলে’ পুলিশ-র‌্যাব ও ডিবির যৌথ অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে দুইজনের সম্ভাব্য পরিচয় মিলেছে। প্রাথমিকভাবে দু’জনের নাম ‘হাসান জুবায়ের’ ও ‘সাব্বিরুল হক’ বলে জানা যায়।

বুধবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র আরও জানায়, নিহত হাসান জুবায়েরের বাড়ি নোয়াখালী। 

অপরদিকে, নিহত সাব্বিরুল হকের বাড়ি চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তার বাবার নাম আজিজুল হক। চট্টগ্রামের আনোয়ারা থানার ফুলগাজী পাড়ার বুরুং ছড়া এলাকায় তার বাড়ি।

পরিবার সূত্রে জানা যায়, নিহত সাব্বিরুল হক ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন। তিনি গত ছয়মাস থেকে নিখোঁজ ছিলেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা নোয়াখলী ও  চট্টগ্রামের স্থানীয় পুলিশের কাছে শুনেছি। তাদের পরিবার দাবি করেছে নিহত দু’জন তাদের সন্তান। এজন্য তাদের বাবা-মাকে ঢাকায় আসতে বলা হয়েছে। শতভাগ নিশ্চিত হওয়ার জন্য বাবা-মা ও নিহত দু’জনের ডিএনএ টেস্ট করা হবে।