বাঘাইছড়িতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশ | ২৯ এপ্রিল ২০১৮, ১৮:১৫

অনলাইন ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে মানছুরা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল (রবিবার) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার মারিশ্যা ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার অছির আহম্মেদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রান্না ঘরে কাজ করছিলেন মানছুরা। এসময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।