অবশেষে বয়স্ক ভাতা পাচ্ছেন ১০৬ বছরের আছিয়া

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ২৩:৩৬

জাগরণীয়া ডেস্ক

১০৬ বছর বয়সে অবশেষে বয়স্ক ভাতা পাওয়ার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে বৃদ্ধা আছিয়া খাতুনের। ২৪ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন খন্দকার তার বাড়িতে গিয়ে বয়স্ক ভাতার বইটি হস্তান্তর করেন।

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা আছিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্র অনুসারে জন্ম তারিখ ১২ এপ্রিল ১৯১২। বয়স ১০৬ বছর হলেও আছিয়া খাতুনের নাম বয়স্ক ভাতার তালিকায় ছিল না। এ নিয়ে সংবাদ প্রকাশিত হবার পর আছিয়া খাতুনকে বয়স্ক ভাতার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।

সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন খন্দকার বলেন, হাটহাজারীর আছিয়া খাতুনকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত করে তার হাতে বয়স্ক ভাতার বই তুলে দেওয়ার নির্দেশ দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী নুরুল কবির। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে স্থানীয় ওয়ার্ড সদস্য মো. বেলাল উদ্দীন চৌধুরীর উপস্থিতিতে বয়স্ক ভাতার বইটি আছিয়া খাতুনের হাতে তুলে দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত