রাজীবের হাতের পর এবার বিচ্ছিন্ন নারীর পা

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৮, ২২:২৬

অনলাইন ডেস্ক

দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে শিক্ষার্থী রাজীবের মৃত্যুর তিন দিন না যেতেই এবার ফের ঘটনাচক্রে সেই রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসির বাস এর কারণে এক নারীর পা বিচ্ছিন্ন হলো। বিআরটিসির একটি দোতলা বাসের চাকার নিচে পিষ্ট হলো গৃহকর্মী রোজির (২০) পা। 

২০ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

উদ্ধারকারী পথচারী কাউসার আহমেদ জানান, বনানী চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচ থেকে ২০ হাত দূরে রাস্তা পারাপারের সময় হঠাৎ ওই নারী রাস্তায় পড়ে যান। এসময় হাত উঁচু করে থামতে বলেও রেহাই পাননি তিনি। মহাখালী থেকে উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাস তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পায়ের নিচের অংশ।

ঘটনা পর রোজি নিজেই জানান বনানী নিকেতনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন তিনি। রোজি এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। 

বনানী থানার ডিউটি অফিসার (এসআই) শামছুল হক জানান, মেয়েটির ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় ঢাকা মেট্রো ব ১১- ৫৭৩৩ নম্বরের বিআরটিসি বাস ও তার চালককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।