শিশু ধর্ষণের অভিযোগে ফমেক ক্যান্টিন পরিচালক গ্রেপ্তার
প্রকাশ | ২১ এপ্রিল ২০১৮, ২০:২৭
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ক্যান্টিনের পরিচালক মো. আমিনুরকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে তাকে ক্যান্টিন থেকেই আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। তার বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করা হয়।
২০ এপ্রিল (শুক্রবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শিশুটির স্বজন ও ফমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শিশুটির মা ফমেক হাসপাতালের ক্যান্টিনে কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার শিশুটিকে সঙ্গে নিয়ে ক্যান্টিনে আসেন তার মা। শিশুটির মা নিয়মিত কাজে ব্যস্ত হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হওয়ায় ক্যান্টিনে লোকজন ছিলো না। এসময় বিদ্যুৎও চলে যায়। এই সুযোগে আমিনুর শিশুটিকে ধর্ষণ করে। তখন শিশুটির চিৎকারে ইন্টার্ন চিকিৎসক প্রিয়াঙ্কাসহ অন্যরা এগিয়ে গেলে আমিনুর পালানো চেষ্টা করে। তবে আশেপাশের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম জানান, ‘প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শিশুটিকে লেবার ওয়ার্ডে (গাইনি বিভাগে) ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে।’
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনায়েত হোসেন জানান, ‘কলেজ ক্যান্টিনে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। এ সময় শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যান্টিনের পরিচালক আমিনুরকে আটক করি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ‘বৃহস্পতিবার রাতেই মামলা রেকর্ড হয়েছে। শুক্রবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’