‘উন্নয়নে নারীর ভূমিকা অব্যাহত রাখতে অপশক্তি রুখতে হবে’
প্রকাশ | ২১ এপ্রিল ২০১৮, ১৭:৫৩ | আপডেট: ২১ এপ্রিল ২০১৮, ২০:৪১
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক অপশক্তি, তেঁতুল হুজুর ও রাজাকার এবং এদের লালনকারীদের দমন-বর্জনের কোনো বিকল্প নেই।’
২০ এপ্রিল (শুক্রবার) সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পোশাক শিল্প বিষয়ক জাতীয় কমপ্লায়েন্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাসদের সভাপতি ইনু, সাম্প্রদায়িক অপশক্তি, তেঁতুল হুজুর ও রাজাকারদের নারীর মহাশত্রু হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, কল-কারখানায় সুস্থ ও নিরাপদ কর্ম-পরিবেশের জন্য মালিক, শ্রমিক, আন্তর্জাতিক শ্রম সংস্থা, সরকার ও ক্রেতা- এই পাঁচ অংশের সমন্বয় দরকার।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিস্ময়কর উন্নয়নের ধারা বজায় রাখতে রূপকল্প-২০২১ ও ২০৩০’র টেকসই উন্নয়ন লক্ষ্য এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতেই হবে।
সেজন্য তিনি তৈরি-পোশাকের ক্ষেত্রে দেশি ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী সকল ‘কমপ্লায়েন্স’ মেনে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও রপ্তানি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতনতার ওপরও গুরুত্ব আরোপ করেন।
সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘গণতন্ত্রের জন্য রাজনৈতিক যুদ্ধ আর বৈষম্যহীন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক যুদ্ধে জিততে হলে সঠিক সময়ে নির্বাচন করতে হবে এবং জঙ্গি-রাজাকার ও তাদের দোসরদের রাজনীতির বাইরেই রাখতে হবে।’
ইনস্টিটিউট অভ কমপ্লায়েন্স প্রফেশনালস্ আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকাস্থ জার্মান দূতাবাসের উপ-প্রধান মাইকেল শুলথিস বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুর রহমান, কার্নিভালের আহবায়ক শায়লা আশরাফ প্রমুখ বক্তৃতা করেন।
সূত্র: বাসস