সাতকানিয়ায় ‘যৌতুকের বলি’ গৃহবধূ রোকেয়া

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৮, ১৬:১৪

অনলাইন ডেস্ক

শ্বশুর বাড়িতে যৌতুকের দাবিতে রোকেয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। ২০ এপ্রিল (শুক্রবার) রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পূর্ব চূড়ামনি গ্রামের সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম একই এলাকার পারভেজের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, ‘খবর পেয়ে চূড়ামনি গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তা জানা যাবে।’

ওসি আরও জানান, এ ঘটনায় ওই গৃহবধূর ভাই মহিউদ্দিন বাদী হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। স্বামী পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলায় যৌতুকের দাবিতে এ গৃহবধূকে খুন করার কথা উল্লেখ রয়েছে।