সিলেটে চিকিৎসা অবহেলায় দুই প্রসূতির মৃত্যু
প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৮, ১৯:৫৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৮, ১৯:৫৭
সিলেটে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা অবহেলায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন দুই প্রসূতি।
প্রসূতিরা হলেন, সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার কল্লোগ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী আসমা বেগম (২৩) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের চোলাহাটি গ্রামের ব্যবসায়ী রুবেল হোসেনের স্ত্রী ফয়জুন নাহার চৈতি (২১)।
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ডিএমটি সেফওয়ে হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহতদের পারিবারীক সূত্রে জানা গেছে, নিহত আসমা এবং চৈতি দুজনেই গত ১২ এপ্রিল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে সিজারিয়ানের মাধ্যমে সুস্থ অবস্থায় দুটি সন্তানের জন্ম দেন। পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিনতি সিনহা তাদের সিজার অপারেশন করেন। ।
শুক্রবার ভোরের দিকে হঠাৎ আসমার অবস্থা খারাপ হলে পরিবারের লোকেরা চিকিৎসকের খোঁজ করতে থাকেন। এসময় ডিউটিরত নার্সরা ‘ডাক্তার আসছেন, আসতেছেন’ বলে সময় ক্ষেপণ করেন। মূলত ঐ সময় কোন ডাক্তারই ডিউটিতে ছিলেন না এবং কেউই আসেনি। এরকম অবস্থায়ই সকাল ৭ টার দিকে আসমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই খবর চৈতির পরিবারের কাছে তারা ভীত হন। এদিকে, চৈতির অবস্থারও অবনতি ঘটে। ডিএমটি হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৯টার দিকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা দেয়।
এ ঘটনায় রাগীব রাবেয়া হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত অবস্থায়ই চৈতিকে তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, এ প্রসঙ্গে সিজারিয়ান ডাক্তার ডা. মিনতি সিনহা বলেন, সুস্থ অবস্থায় তাদের সিজারিয়ান করা হয়েছে। তারপর কী হলো কিছুই বুঝলাম না।
এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অনেক কষ্ট করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।