ধর্ষণের বিরুদ্ধে শেরপুরে মানববন্ধন

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৮, ২২:৫৪

অনলাইন ডেস্ক

“পুরুষই পারে ধর্ষণ বন্ধ করতে” এই স্লোগানে দেশব্যপী গণধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে নাগরিক সংগঠন জনউদ্যোগ এবং এইচআরডি ফোরামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, রক্তদিন জীবন বাঁচান (রজীবা), কালের কণ্ঠ শুভ সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে।

এসময় বক্তারা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর প্রতি পুরুষের সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করেন।