রাজধানীতে বাসচাপায় থেঁতলে গেল নারী পথচারীর পা
প্রকাশ | ১১ এপ্রিল ২০১৮, ১৬:০৫
কয়েক দিন আগেই রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের টক্করে এক হাত হারান কলেজছাত্র রাজীব হোসেন। এবার রাজধানীর ফার্মগেটে বেপরোয়া বাসের চাপায় এক নারীর ডান পা থেঁতলে গেছে।
১১ এপ্রিল (বুধবার) সকাল নয়টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত নারীর নাম রুনি আক্তার (২৮)। তিনি র্যাংগস প্রপার্টিজ নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা।
ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, আনন্দ সিনেমা হলের সামনে বাস থেমে যাত্রী ওঠা-নামা করে। সেখান সড়কে উঁচু বিভাজক আছে। ওই বিভাজকের ওপর যাত্রীরা দাঁড়ান। সকাল নয়টার দিকে এক নারী সড়ক থেকে উঁচু বিভাজকের ওপর উঠতে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেঁষে এগিয়ে আসে। বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। এতে তার ডান পায়ের হাঁটু সংলগ্ন অংশ থেঁতলে যায়। ও আহত নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আহত রুনির সহকর্মী আহমেদ আলী জানান, বেলা দুইটা পর্যন্ত রুনি আক্তারের জ্ঞান ফেরেনি। তার ডান হাঁটুর ওপরের মাংস ছিড়ে গেছে। হাসপাতালে আনার পর তাকে দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে। ডান পা রাখা যাবে কি না, এ ব্যাপারে চিকিৎসকেরা পরে সিদ্ধান্ত জানাবেন।
এদিকে নিউ ভিশন নামের ঐ বাস ও বাসের চালক মোতালেবকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বাসটি মতিঝিল থেকে চিড়িয়াখানা সড়কপথে চলাচল করে।