নারায়ণগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক
প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৮, ১৫:১১
নারায়ণগঞ্জের শিমরাইলে মীম আক্তার (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে স্বামী রেজাউল করিমকে (২৭) আটক করেছে পুলিশ। নিহত মীম সুনামগঞ্জের হলুদিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
মীমের স্বামী রেজাউল পেশায় পিকআপভ্যান চালক। তিনি জামালপুরের জামালউদ্দিনের ছেলে।
৯ এপ্রিল (সোমবার) সকাল ১০টায় মীম-রেজাউলের ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে মীমের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এসময় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সরফুদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৮ এপ্রিল (রবিবার) দিনগত রাতের কোনো এক সময়ে মীমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাবার চেষ্টা করছিল রেজাউল। তবে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে রেজাউলকে আটক করেছে।