পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৮, ০১:১২
বরিশালে পুলিশ কনস্টেবলের স্ত্রী নাসরিন সুলতানার (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে নগরীর মুনসুর কোয়ার্টারের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাসরিনের স্বামী কনস্টেবল ইছাদুল ইসলাম (৩৭) পটুয়াখালী জেলার কলাপাড়ার বাসিন্দা এবং তিনি পুলিশ কমিশনার কার্যালয়ে কর্মরত রয়েছেন। চাকরির কারণে স্ত্রী-সন্তান নিয়ে ইছাদুল নগরীতে ভাড়া বাসায় থাকতেন। এ দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান জানান, দুপুরে ইছাদুলের ছোট ছেলে গোসল থেকে বেরিয়ে তার মাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। এসময় ইছাদুল ডিউটিতে ছিলেন এবং তার মেয়ে স্কুলে ছিলেন।
এরপর প্রতিবেশিরা ইছাদুলকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।