ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, পল্লি চিকিৎসক আটক
প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৮, ০০:৫৬
কক্সবাজারের টেকনাফে ভুল চিকিৎসায় তাসলিমা আক্তার (১৯) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তসলিমার স্বামী হেলাল উদ্দিন বাদী হয়ে পল্লি চিকিৎসককে আসামি করে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর গত ৩ এপ্রিল (মঙ্গলবার) সুরেশ কান্তি নাথ (৩৫) নামে এক পল্লি চিকিৎসককে টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকার চেম্বার থেকে আটক করেছে পুলিশ।
তাসলিমার স্বামী হেলাল উদ্দিন জানান, প্রায় ৯ দিন আগে পুত্র সন্তানের জন্ম দেন তসলিমা। শিশুটি জন্মের পর থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তসলিমা। গত ২ এপ্রিল (সোমবার) দিবাগত রাতে গুরুতর অবস্থায় তসলিমাকে সুরেশের চেম্বারে নিয়ে যাওয়া হলে সুরেশ কিছু ওষুধ ও ইনজেকশন দেন। এরপর ঘন্টাখানেকের মধ্যেই ঐ চেম্বারেই মারা যান তসলিমা।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম জানান, সুরেশের দেয়া চিকিৎসা প্রসূতির মায়ের জন্য যথাযথ ছিল না। একজন প্রসূতিকে ভুল চিকিৎসা দিয়ে হত্যার ঘটনায় ঐ চিকিৎসকের কঠিন শাস্তি হওয়া উচিত।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, আটক সুরেশকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাসলিমার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।