রৌমারীতে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ, আটক ১
প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৮, ০০:২৮
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ঐ ছাত্রী উপজেলা দাতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের এক দিনমজুরের মেয়ে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে ফুলবাবু (৩০) নামে এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। ফুলবাবু একই উপজেলার পাশের চুরিয়ারচর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পরিবারের বরাত দিয়ে এলাকাবাসি ও পুলিশ জানায়, গত ১ এপ্রিল (রবিবার) বিকেলে পাশের ভুট্টাক্ষেতে ছাগল চড়াতে গেলে পিছন থেকে ফুলবাবু তার গলা চেপে ধরে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয় গ্রামবাসী সফিয়ার রহমান ও লতিফ মিয়া ধর্ষক ফুলবাবুকে আটক করে পুলিশে দেয়। ২ এপ্রিল (সোমবার) মেয়েটিকে অসুস্থ অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, মেয়েটির ধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া তার গলায় আঘাতে চিহ্ন রয়েছে।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল থেকে ফুলবাবু নামে এক যুবককে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।