মায়ের ওপর অভিমানে মেয়ের আত্মহত্যা
প্রকাশ | ২৯ মার্চ ২০১৮, ১৯:৫৭
মায়ের ওপর অভিমান করে ঢাকার মোহাম্মদপুরে সুমাইয়া আক্তার (১৮) নামে এক মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া রাজধানীর সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্রী।
নিহতের স্বজনরা জানান, ২৯ মার্চ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দেয় সুমাইয়া। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার বড় ভাই রমজান আলী জানান, সকালে সুমাইয়ার কলেজে অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পর মায়ের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তার । এরপর পাশের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে নিজ ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সুমাইয়া।
নিহত সুমাইয়া বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি গ্রামের সাইদুর রহমানের মেয়ে। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল ছোট। তারা মোহাম্মদপুর বসিলা ওয়াপদা মোড় এলাকার দিপু মিয়ার বাড়ির তিন তলায় ভাড়া থাকত।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।