কল্যাণপুরে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, চলছে গোলাগুলি

প্রকাশ | ২৬ জুলাই ২০১৬, ০৩:১৮ | আপডেট: ২৬ জুলাই ২০১৬, ০৮:২০

অনলাইন ডেস্ক

ঢাকার কল্যাণপুরে পুলিশ এর অভিযানকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। জঙ্গি আস্তানা রয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে রাত সোয়া ১টার দিকে অভিযান চালায় পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, পুলিশ অভিযান পরিচালনার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এসময় বেশ কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে।

বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশি চলছে বলেও জানা গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই ব্যাপারে জানার জন্য ফোন করা হলে তিনি এই ব্যাপারে কথা বলতে রাজি হননি। পরে রাত আড়াইটার দিকে কল্যাণপুরের সহকারী কমিশনার (এসি) মাহবুব রহমান বলেন, কল্যাণপুর ৫ নম্বর সড়ক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে দুর্বৃত্তরা।  প্রচণ্ড বলে গুলি হচ্ছে, কথা বলার মতো অবস্থা নাই।

এসি মাহবুব রহমান আরো বলেন, পুলিশ কল্যাণপুর ফুটওভার ব্রিজের সামনে থেকে ৫ নম্বর সড়ক পর্যন্ত ঘিরে রেখেছে। ওই সড়কের একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে- এমন তথ্য পেয়েছি আমরা।

র‌্যাব, পুলিশ ও ডিএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে।