চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ২৯ মার্চ ২০১৮, ১১:৩৮

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ শহরের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও শহরের হুজরাপুর রেলবাগান পাড়ার আব্দুস সামাদের কন্যা সাথী খাতুনকে (১৩) ছুরিকাঘাতে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ (বুধবার) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় সাথীর স্কুল ও শহরের অনান্য স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিংকমিটি সদস্য, অভিভাবক, শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে স্কুল যাবার পথে সাথীকে গত ১৪ মার্চ সকালে প্রকাশ্যে হত্যাচেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত মনিরুল (২৬) জামিনে বেরিয়ে এলে আবারও অঘটন ঘটাতে পারে এমন আশংকাও রয়েছে।