পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণ, শিশুর মৃত্যু
প্রকাশ | ২৮ মার্চ ২০১৮, ১৯:০০
ঢাকার মিরপুর পল্লবীর এক বাসায় পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে তিন বছরের শিশু রুহিকে বাঁচানো যায়নি। সে দগ্ধ ইয়াসমিনের (২৭) মেয়ে। ২৭ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত ১টার দিকে সে মারা যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
দগ্ধ হওয়া অন্যরা হলো বাড়ির মালিক এজিবির সাবেক কর্মকর্তা ইয়াকুব আলী (৭০) ও তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), ভাড়াটিয়া ইয়াসমিন (২৭) ও মাহবুব হাসান (৩২)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শিশুটির বাবা রেজাউল করিম স্টুডিও দোকানে কাজ করেন। দুই বোনের মধ্যে রুহি ছোট। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর।
মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ওই বাড়ির গ্যারেজে রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণ ঘটে।
ওই বাড়ির চতুর্থ তলার এক বাসিন্দা জানান, ট্যাংকটি পরিষ্কার করার জন্য শ্রমিক হাসানকে আনা হয়েছিল। সে যখন ঢাকনা খুলে বৈদ্যুতিক বাতি দিয়ে ট্যাংকের ভেতরে দেখছিল, তখন বিদ্যুৎ চলে যায়।
পরে হাসান মোম জ্বালিয়ে ট্যাংকের ভেতরে উঁকি দিলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। ঢাকনা উড়ে গিয়ে আগুনের হলকা বেরিয়ে এলে ট্যাংক পরিষ্কারের কাজ দেখার জন্য সেখানে দাঁড়িয়ে থাকা অন্যরাও দগ্ধ হন।