স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রকাশ | ২৭ মার্চ ২০১৮, ২৩:৪১
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নে ইসরাত জাহান আঁচল (১৪) নামে এক কিশোরী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে।
২৭ মার্চ (মঙ্গলবার) দুপুরের দিকে আঁচলের শ্বশুরবাড়ি মিন্দালি পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আঁচল সদর উপজেলার ভাটপাড়া গ্রামের ফারুক মিয়ার মেয়ে।
আঁচলের বাবা ফারুক মিয়া বলেন, তিন মাস আগে মিন্দালিপাড়ার শাকিল মিয়ার ছেলে মান্নার সঙ্গে আঁচলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মান্না প্রায়ই আঁচলকে মারধর করত। মঙ্গলবার সকালে মান্না ও তার পরিবারের লোকজন আঁচলকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। এসময় তারা স্থানীয়দের জানায় আঁচল আত্মহত্যা করেছে। পরে বাড়ি ছেড়ে সবাই পালিয়ে যায়। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
ফারুক মিয়ার দাবি তারা আঁচলকে মেরে ফেলে এখন বলছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই কীভাবে মৃত্যু হয়েছে জানা যাবে।