সিলেটে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ | ২৬ মার্চ ২০১৮, ১৪:০৭
![](/assets/news_photos/2018/03/26/image-14641.jpg)
সিলেটে জেসমিন আক্তার (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৬ মার্চ (সোমবার) সকালে সিলেট সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা শাহীনের কলোনির একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর মরদেহটি উদ্ধার করা হয়। জেসমিন ওই কলোনির বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, ২৫ মার্চ (রবিবার) রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান জেসমিন। ২৬ মার্চ (সোমবার) সকালে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন ঐ গৃহবধু। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।