সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীর নগ্ন ছবি, ছাত্র গ্রেপ্তার
প্রকাশ | ২৩ মার্চ ২০১৮, ১৮:০৩ | আপডেট: ২৩ মার্চ ২০১৮, ১৮:০৬
কলেজ ছাত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের দায়ে চাঁপাইনবাবগঞ্জে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৩ মার্চ (শুক্রবার) ভোরে গ্রেপ্তারকৃত মো. নুরুজ্জামান (১৮) চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুর নতুনপাড়ার আলম আলীর ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
২২ মার্চ (বৃহস্পতিবার) ওই কলেজ ছাত্রীর পিতা সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করলে ২৩ মার্চ (শুক্রবার) ভোররাত তিনটায় নুরুজ্জামানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ জাহিদ বলেন, এ ঘটনায় মামলা হলে নুরুজ্জামনকে গ্রেপ্তার করা হয়। তাকে ২৩ মার্চ (শুক্রবার) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।