নীলফামারীতে নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ : ২৫ জুলাই ২০১৬, ১৯:২৮

জাগরণীয়া ডেস্ক

নীলফামারী-সৈয়দপুর সড়কে অবস্থিত উত্তরা ইপিজেডে কর্মরত শুক্লা রানী সেন (২০) নামের এক নারী শ্রমিকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে (২৫ জুলাই) ওই সড়কের পাশের একটি ক্ষেত থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নীলফামারীর উত্তরা ইপিজেডের মাজেন বিডি নামে একটি চশমা ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন শুক্লা রানী সেন। ঘটনার আগেরদিন রবিবার সন্ধ্যায় কাজ শেষে নীলফামারীর ভাড়া বাসায় ফেরার পথে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে  মৃতদেহ রাস্তার পাশে ফেলে রাখে। পরদিন আজ সোমবার ফ্যাক্টরিতে কাজে না যাওয়ায় খোঁজাখুঁজির একপর্যায়ে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

নিহত শুক্লার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাঁকোয়া মন্দিরপাড়া গ্রামে। তার বাবার নাম যোগেশ সেন।

ডিবি পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার হত্যার বিষয়টি নিশ্চিত করে জাগরণীয়াকে জানান, ময়নাতদন্তের পর সব জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত