শত কোটি টাকার বাঁধে ফের ধস

প্রকাশ | ১৭ মার্চ ২০১৮, ১৮:১৮

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদর রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যায়ে নির্মিত শহর রক্ষা বাঁধে ফের ধস নেমেছে।

১৭ মার্চ (শনিবার) ভোর রাত থেকে দুপুরের মধ্যে খাসকাউলিয়া অংশের প্রায় ৪০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসময় পাথরের বোল্ডারসহ জিও টেক্স নদী গর্ভে চলে যায়।

পানি উন্নয়ন বোর্ড সূত্র ও এলাকাবাসী জানায়, চৌহালী উপজেলা সদরের পৌনে ৪ কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া ৩ কিলোমিটার মিলে ৭ কিলোমিটার এলাকা রক্ষায় এশিয়া উন্নয়ন ব্যাংক ১০৯ কোটি টাকার বরাদ্ধ গ্রহণ করে। এই টাকা দিয়ে ভাঙ্গনরোধে নদীর পূর্ব পাড়ের টাঙ্গাইল সদর উপজেলার সরাতৈল থেকে দক্ষিণে নাগরপুর উপজেলার পুকুরিয়া, শাহজানীর খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার গত ২০১৫ সালের ২৪ নভেম্বর সংরক্ষণ বাঁধ নির্মাণ শুরু হয়। যার ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। তবে হঠাৎ করে যমুনায় পানি বৃদ্ধির কারণে শুষ্ক মৌসুমে চৌহালীর খাসকাউলিয়া অংশে প্রায় ৪০ মিটার জুড়ে ১৭ মার্চ (শনিবার) সকালের দিকে বাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে পাথরের বোল্ডার ও জিও ব্যাগ ধসে যায়।

এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানিয়েছেন, ধসের পরিধি ঠেকাতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে।