জামালপুরে দেশীয় অস্ত্রসহ নারী আটক
প্রকাশ | ১৪ মার্চ ২০১৮, ২০:১৮
জামালপুরে দেশীয় অস্ত্র গুলিসহ হোসনে আরা বেগম (২৭) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। ১৪ মার্চ (বুধবার) ভোরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের সরকারপাড়ার চিহ্নিত এক চোরের বাড়িতে অভিযান চালিয়ে ঐ নারীকে আটক করে পুলিশ।
মাদারগঞ্জের সহকারী পুলিশ সুপার সামিউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারপাড়ার চিহ্নিত চোর জাহিদুল ইসলাম ওরফে আজিজুল চোরার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আজিজুল পালিয়ে গেলেও তার স্ত্রী হোসনে আরাকে আটক করে পুলিশ।
এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ১১০ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদারগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।