খালেদা জিয়ার জামিন ১৮ মার্চ পর্যন্ত স্থগিত
প্রকাশ | ১৪ মার্চ ২০১৮, ১৫:১২ | আপডেট: ১৪ মার্চ ২০১৮, ১৫:৪২
সুপ্রিমকোর্টের আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন আগামি ১৮ মার্চ (রবিবার) পর্যন্ত স্থগিত করেছে ।
১৪ মার্চ (বুধবার) সকালে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ। এর আগে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে এ আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। বিএনপি প্রধান খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র অ্যডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।
১৪ মার্চ (বুধবার) মামলাটি উত্থাপিত হলে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি শুরু করেন। তিনি বলেন, চার যুক্তিতে খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্ট। আমরা এখনো সেই জামিন আদেশের সত্যায়িত অনুলিপি পাইনি। মঙ্গলবার অনুলিপি বের হতে হতে অফিস সময় শেষ হয়ে গেছে।
এ সময় আদালত বলেন, আগে লিভ টু আপিল দায়ের করেন। তখন খুরশীদ আলম খান বলেন, সেজন্য জামিন আদেশ স্থগিত চান।
পরে আদালত বিষয়টি ১৮ মার্চ রবিবার পর্যন্ত মুলতবি করে এবং ওইদিন পর্যন্ত জামিন আদেশও স্থগিত করে আদেশ দেন।
গত ১২ মার্চ (সোমবার) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে খালেদার জামিনের আদেশ দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ৫ হাজার ৩২৮ পৃষ্ঠার নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে ওই বেঞ্চে পাঠানো হয়। গত ১১ মার্চ (রবিবার) খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য থাকলেও নির্ধারিত সময়ে নথি না আসায় আদালত আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড পাওয়ার পর আপিল এবং জামিনের আবেদন করেন বিএনপি প্রধান খালেদা জিয়া।