বিএস২১১ ফ্লাইট বিধ্বস্ত
রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ৩ দিনের শোক ঘোষণা
প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ০০:১৫
ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিধ্বস্ত ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইটটিতে ছিলেন সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থী।
তাদের মধ্যে কতজন বেঁচে আছেন আর কতজন আর নেই-সে বিষয়ে এখনো নিশ্চিত নন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে মর্মান্তিক দুর্ঘটনায় শোকে স্তব্দ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ৩ দিনের শোক ঘোষণা করেছে।
রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবেদ হুসাইন জানান, কলেজে ২৫০ জন নেপালের শিক্ষার্থী রয়েছে। ঐ ফ্লাইটে থাকা ১৩ শিক্ষার্থীদের সকলেই নেপালের বংশোদ্ভুত। গত ১ জানুয়ারি থেকে শুরু হয় এমবিবিএস ১৯তম ব্যাচের ফাইনাল পরীক্ষা। গত ১১ মার্চ (রবিবার) পরীক্ষা শেষ হয়। আরো দুই মাস পর ফলাফল প্রকাশ করা হবে।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিলেন আর তখনই ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা। কী ঘটেছে তাদের ভাগ্যে আমাদের জানা নেই। তবে অভিভাবকদের মাধ্যমে তাদের বর্তমানে অবস্থা জানার চেষ্টা করছে কলেজ প্রশাসন।
এদিকে, প্লেন দুর্ঘটনায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ৩ দিনের শোক পালনের অংশ হিসেবে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে কলেজ পতাকা অর্ধনমিত রাখা হবে।