তবুও বেঁচে আছেন যারা
প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ০০:০৩ | আপডেট: ১৩ মার্চ ২০১৮, ১৩:০৬
১২ মার্চ (সোমবার) ঢাকা থেকে যাওয়া ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের তথ্য অনুযায়ি, ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইট বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০।
মোট ৬৭ জন যাত্রীর মধ্যে এখনো অনেকে নিখোঁজ। তবে বাংলাদেশি যাত্রীদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে কাঠমাণ্ডুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এর কর্মকর্তারা। বেঁচে থাকা যাত্রীদের সাথে দেখা করে এই তালিকা প্রকাশ করেছেন তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুকে সেই তালিকার ছবি শেয়ার করেছেন।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা হচ্ছেন
১। শেখ রাশেদ রুবায়াত- কাঠমাণ্ডু মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন
২। সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা- কাঠমাণ্ডু মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন
৩। শাহরীন আহমেদ- কাঠমাণ্ডু মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন
৪। আলমুন নাহার অ্যানি- কাঠমাণ্ডু মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন
৫। মোহাম্মদ শাহীন ব্যাপারী- কাঠমাণ্ডু মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন
৬। মোহাম্মদ রেজওয়ানুল হক- ওম হাসপাতালে চিকিৎসাধীন
৭। মেহেদি হাসান- কাঠমাণ্ডু মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন
৮। এমরানা কবির হাসি- কাঠমাণ্ডু মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন
৯। মোহাম্মদ কবির হোসেন- কাঠমাণ্ডু মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন
এছাড়া বিধ্বস্ত বিমানটির পাইলট নরভিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।