বিএস২১১ ফ্লাইট বিধ্বস্ত

একই পরিবারের ৫ সদস্য ছিলেন ফ্লাইটে

প্রকাশ | ১২ মার্চ ২০১৮, ২৩:০২ | আপডেট: ১২ মার্চ ২০১৮, ২৩:৩৬

অনলাইন ডেস্ক

ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইটে যাত্রী হিসেবে ছিলেন গাজীপুরের একই পরিবারের ৫ সদস্য। ১২ মার্চ (সোমবার) এক সংক্ষিপ্ত ব্রিফিং এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এরা হলেন -উপজেলার নগরহাওলা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান মাসুম (৩৩) ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা (২৫), মৃত শরাফত আলীর ছেলে ফারুক আহমেদ প্রিয়ক (৩২), তার স্ত্রী আলমুন নাহার এ্যানি (২৫), তাদের সন্তান তামাররা প্রিয়ক (৩)।

ফারুক আহমেদ প্রিয়কের মা ফিরোজা বেগম জানান, ফারুক ও মেহেদী হাসান সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। তারা সকলেই ভ্রমনের উদ্দেশ্যে নেপাল গিয়েছিলেন। 

সর্বশেষ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের তথ্য অনুযায়ি, ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইট বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। এদের মধ্যে ১৭ জনকে গুরুতর অবস্থায় নেপালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।