বিএস২১১ ফ্লাইট বিধ্বস্ত
যাত্রীর মধ্যে ছিলেন রাগীব রাবেয়া মেডিকেলের ১৩ শিক্ষার্থী
প্রকাশ | ১২ মার্চ ২০১৮, ২২:৫৮ | আপডেট: ১২ মার্চ ২০১৮, ২৩:২৯
ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিধ্বস্ত ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইটটিতে ছিলেন সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থী। এরা সবাই নেপালি বংশোদ্ভুত।
হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেন, ১৩ শিক্ষার্থীর এর মধ্যে ১১ ছাত্রী, ২ ছাত্র। তবে এই মুহুর্তে কতজন বেঁচে আছেন বা কতজন মারা গেছেন সে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি।
হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবেদ হোসেন বলেন, শেষ বর্ষের পরীক্ষা শেষ করে ঐ ফ্লাইটে করে ১৩ শিক্ষার্থী বাড়ি ফিরছিলেন।
ফ্লাইটটির যাত্রী ঐ ১৩ শিক্ষার্থী হলেন-
১. সঞ্জয় পাউডাল
২. সঞ্জয়া মেহেরজান
৩. নিগা মেহেরজান
৪. অঞ্জলি শ্রেষ্ঠ
৫. পূর্ণিমা লুনানি
৬. শ্বেতা থাপা
৭. মিলি মেহেরজান
৮. সারুনা শ্রেষ্ঠ
৯. আলজিনা বড়াল
১০. চারু বড়াল
১১. আশনা সাকিয়া
১২. প্রিন্সি ধামি ও
১৩. সামিরা বায়ানজানকর।
সর্বশেষ তথ্য অনুযায়ি, ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইট বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। ১৭ জনকে গুরুতর অবস্থায় নেপালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।