নওগাঁয় শিশুকে পুড়িয়ে হত্যা, সৎমা আটক!
প্রকাশ | ২৪ জুলাই ২০১৬, ১৯:৪৭
নওগাঁর মান্দায় আরাফাত হোসেন (৬) নামে এক শিশুকে আগুন পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের মকলেছার রহমানের ছেলে। ঘটনায় নিহতের সৎমা সাথী আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বছর দু’য়েক আগে মকলেছার তার প্রথম স্ত্রীকে (আরাফাতের মা) রেখেই সাথী আক্তারকে বিয়ে করেন। সেই থেকে সৎ মায়ের সংসারে বড় হচ্ছিলো আরাফাত।
রবিবার (২৪ জুলাই) দুপুরে সাথী আক্তার শোবার ঘরে সতিনের ছেলে আরাফাতের গায়ে আগুন ধরিয়ে হত্যা করেছে জানতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আরাফাতের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনার সময় বাড়িতে আরাফাতের সৎ মা সাথী আক্তার ছাড়া আর কেউ ছিলো না। ফলে, ধারণা করা হচ্ছে সৎ মা’ই আরাফাতের হত্যাকারী হতে পারে। তাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা নেওয়া হয়েছে।
এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।