নারী দিবসে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ, প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ | ১০ মার্চ ২০১৮, ১৯:২৯
আন্তর্জাতিক নারী দিবসে এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পাহাড়ি শিক্ষার্থীরা।
৯ মার্চ (শুক্রবার) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন তারা। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্রপরিষদ ঢাকা মহানগর ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রিবেং দেওয়ান বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমাদের এক বোন ধর্ষণের শিকার হয়েছেন। পাহাড়ি নারীরা এখন কোনোভাবেই নিরাপদে নেই। কিছুদিন আগে এক পরিবারের দুই বোনকে ধর্ষণ ও যৌন নির্যাতন করা হয়। সেই ঘটনার রেশ না কাটতেই আরেক বোনকে বিশ্ব নারী দিবসে ধর্ষণ করা হলো। ধর্ষকদের শাস্তির দাবিতে কিছুদিন আগে আমরা এখানে (জাতীয় জাদুঘরের সামনে) দাঁড়িয়েছিলাম। আজ আবার দাঁড়াতে হলো।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে সরকার আশ্বাস দিয়েছিল। কিন্তু তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশ স্বাধীন করার জন্য মাত্র নয় মাস সময় লেগেছে, অথচ নিপীড়ন নিরসনের জন্য দীর্ঘ ২২ বছর ধরে সংগ্রাম করছি আমরা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে যান পাহাড়ি ছাত্রছাত্রীরা। সমাবেশ শেষে আবার টিএসসিতে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন তারা।
এ সময় ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্রসংগ্রাম পরিষদ ঢাকা মহানগরের সভাপতি অসীম রায় ত্রিপুরা, সাধারণ সম্পাদক নিপুণ চাকমাসহ অনেকেই। সমাবেশে সংহতি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, গারো স্টুডেন্ট ফোরামসহ কয়েকটি সংগঠন।