মুক্তিযোদ্ধা প্রিয়ভাষিণীর মৃত্যুতে মন্ত্রীদের শোক প্রকাশ

প্রকাশ | ০৬ মার্চ ২০১৮, ১৬:৪৮

অনলাইন ডেস্ক

স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৬ মার্চ (মঙ্গলবার) মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তার শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবদান যেকোনো সশস্ত্র মুক্তিযোদ্ধার চেয়ে কম নয়। তার মতো নারী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবদান অবিস্মরণীয় উল্লেখ করে এক যৌথ শোকবার্তায় র বিদেহী আত্মার মাগ‌ফিরাত কামনা করেন এবং ‌শোকাহত পরিবারের প্র‌তি গভীর সমবেদনা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ৬ মার্চ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। তিনি দীর্ঘদিন যাবত কিডনি, ফুসফুসসহ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি দুইবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।