মুক্তিযোদ্ধা প্রিয়ভাষিণীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
প্রকাশ | ০৬ মার্চ ২০১৮, ১৬:২৬
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে প্রিয়ভাষিণীর অবদানের কথা স্মরণ করে বলেন, ফেরদৌসী প্রিয়ভাষিণীর নাম মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বলেন, দেশ ও জাতি মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবদান চিরদিন মনে রাখবে।
উল্লেখ্য, ৬ মার্চ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। তিনি দীর্ঘদিন যাবত কিডনি, ফুসফুসসহ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি দুইবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।