‘আশংকামুক্ত’ ড. মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশ | ০৪ মার্চ ২০১৮, ১২:৩৪
![](/assets/news_photos/2018/03/04/image-14254.jpg)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে সুস্থ এবং আশংকামুক্ত আছেন-জানিয়েছেন ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা।
৪ মার্চ (রবিবার) সকাল সোয়া ১১ টায় এক ব্রিফিং এ তথ্য জানান চিকিৎসকরা।
ব্রিফিংয়ে বলা হয়, ড. মুহম্মদ জাফর ইকবালের মাথায় চারটি, পিটে ও হাতে একটি করে আঘাত রয়েছে। বর্তমানে তিনি সজ্ঞান আছেন এবং চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করছেন। তবে রোগীর স্বার্থেই কোন দর্শনার্থীদের অনুমতি দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, গত ৩ মার্চ (শনিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে ড. জাফর ইকবালের ওপর হামলা চালায় এক যুবক। তাৎক্ষণিকভাবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে আনা হয়। জাফর ইকবালের চিকিৎসার জন্য সাথে সাথে সিএমএইচ এ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।