মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০২
মাদারীপুরে মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ভ্যান আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের ১০ বছরের ছেলে নয়নসহ আহত হয়েছেন আরো দুইজন।
২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ২টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার সপ্তম চীন মৈত্রী সেতুর টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে শরিয়তপুরগামী সারবোঝাই একটি পিকআপ ভ্যান সদর উপজেলার সপ্তম চীন মৈত্রী সেতুর টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী ফারুক সরদার (৩৫) ও তার স্ত্রী শিউলি বেগম (২৮) মারা যান।
এ সময় তাদের ছেলে নয়ন ও মিরানুল সরদারকে (২৮) উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মনিরুজ্জামান মনির বলেন, আহত ও নিহতদের সবার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায় রামনাথপুর গ্রামে। তারা সবাই সদরের মাথাভাঙ্গা এলাকার মুক্তা ব্রিকস্ নামের একটি ইটভাটায় কাজ করতেন।
সূত্র: বাসস